বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এবং জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পিপলস্ থিয়েটার এসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ‘বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস ২০২৩’ উদযাপিত হয়। সেমিনার শেষে বিকেলে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে জাতীয় নাট্যশালার মূল হলে বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা ও অভিনেত্রী তারিন জাহান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী জীনাত শানু স্বাগতা, অভিনেত্রী শামীমা ইসলাম তুষ্টি এবং পিপলস্ থিয়েটারের প্রধান ইয়াসমীন আলী। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিপলস্ থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করে মাহদিয়া রহমান মারিশা ও পুষ্পিতা বেপারী।
ঢাকা মহানগরের বাইরে কয়েকটি জেলার আমন্ত্রিত দলের মধ্যে রাজবাড়ী অন্যতম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির একমাত্র অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় নানান ধরনের ক্রীড়া নৈপুণ্য দেখান রাজবাড়ীর শিল্পীরা। নাট্য দিবসে লোকনাট্য দলের থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের “ডাকঘর” এর খন্ড চিত্র ও রাজবাড়ী স্বদেশ নাট্যাঙ্গনের “ঐতিহ্য লোকগাথাঁ” নাটকের নৌকা বাইচ গল্পের উপর ভিত্তি করে এক কোরিওগ্রাফি নির্মাণ করা হয়। স্বদেশ নাট্যাঙ্গনের প্রতিষ্ঠাতা সদস্য নাট্যকার অজয় দাস তালুকদারের গ্রন্থনা ও রচনায় “নাও বাইচ” নাটকের নির্দেশনা দেন ম. নিজাম।
নাটকে অভিনয় করেন উচ্ছ্বাস, কামাল, সিঁথি, অবনী, রূপকথা, সজল ও কিশোর। আবহ সংগীতের ছিলেন শারমিন খাতুন ও নয়ন কুমার বিশ্বাস। নাটক শেষে লিয়াকত আলী লাকী নাট্যকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও পরবর্তীতে শিশু উৎসবে অংশগ্রহণ করার প্রস্তাব রাখেন।