রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিন ব্যাপী সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভায় মীর মশাররফ হোসেন সাহিত্য সংসদের সভাপতি সালাম তাসিরের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. ফকীর আব্দুর রশীদ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. নুরুজ্জামান, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, ফরিদপুর মোডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ইকবাল হোসেন, রাজশাহী বরেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলমগীর মালেক, রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের স্ধাারণ সম্পাদক রাজ্জাকুল আলম। দিনব্যাপী অনুষ্ঠানে রাজবাড়ীসহ বিভিন্ন জেলার কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃক্তি করেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নানা প্রতিযোগিতা। পরে গুণীজন হিসেবে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় কবি লেখক ও গবেষক ড. ফকীর আব্দুর রশীদ, কবি গীতিকার ও সুরকার রামচন্দ্র দাস, কবি সামশুল আালম, কবি আরিফুল হক কুমারসহ আটজনকে।