রাজবাড়ীর গোয়ালন্দে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় উপজেলা ব্যাপী ৬-১১ মাস এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কতৃক নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে একযোগে চলছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো।
সোমবার সকাল ১১ টায় সরেজমিনে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সী শিশুরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাচ্ছেন। অভিভাবকদের তাদের শিশুদের নিয়ে উৎসুকভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে দেখা যায়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দেশনায় ক্যাম্পেইনটি পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি হাফিজা সুলতানা, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট ঈমান হোসেন ও প্যারামেডিক হারুন-অর-রশীদ।
এসময় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হক, সহকারী ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেন, মো. শরিফ হোসাইন প্রমুখ।
ক্যাম্পেইন সম্পর্কে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহ্ মুহাম্মদ শরীফ বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রতিটি শিশুর জন্য খুবই জরুরি। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, শিশু মৃত্যুর হার কমানো, দেহের স্বাভাবিক বৃদ্ধি করাসহ হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়াতে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। এ ক্যাম্পেইনে গোয়ালন্দ উপজেলার ৯৭ টি কেন্দ্রে ১৩৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।