রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও বাঁধ ধ্বংস করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সিরাজুল কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পদ্মা নদীর কুয়াশাটা, অন্তারমোড়, কলাবাগান, মুন্সিপাড়াসহ বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া নদীতে স্থাপিত একটি দীর্ঘ আঁড়াআড়ি বাঁশের বাঁধ কেটে নদীতে ভাঁসিয়ে দেয়া হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় প্রদান এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির জানান, জাটকা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে তারা এ অভিযান পরিচালনা করেন। এসময় বাঁশের তৈরি বাধ ভাঙ্গা ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।