মোক্তার হোসেন, পাংশা ॥
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির কৃতিসন্তান আজিজুল ইসলাম কিডনি রোগে গুরুতর অসুস্থ হয়েছেন। রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউ ৪০৩ নং কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তিনি। প্রতিদিন দুইবার করে তার ব্লাড ডায়ালাইসিস করাতে হচ্ছে। আজিজুল ইসলাম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা। রেলওয়ের চাকুরী থেকে অবসর জীবনে পাংশা উপজেলা আওয়ামী লীগ ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জোরালোভাবে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি রাজবাড়ী জেলা রেলওয়ে শ্রমিক লীগের রাজনীতির সাথেও সম্পৃক্ত তিনি। রেলওয়েতে চাকুরীকালীন এরশাদ বিরোধী আন্দোলনে চট্টগ্রাম অঞ্চলে কার্যকরী ভূমিকা রাখেন এবং সেসময়ে নানা অত্যাচার নির্যাতন ও কারানির্যাতনেরও শিকার হন তিনি। গত মঙ্গলবার মোবাইল ফোনে আলাপকালে আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম বলেন, বেশ কয়েক মাস ধরেই তিনি শারীরিক ভাবে অসুস্থবোধ করছেন। এরআগে ভারতেও চিকিৎসা নিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউ ৪০৩ নং কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।