রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ খালেকের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রবিবার দুপুরে নিজবাড়ী ঘি কমলায় রাষ্ট্রীয় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান খান রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। পরে মরদেহ ঘি কমলা উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে আসা হলে শেষ শ্রদ্ধা নিবেদন করে সকল শ্রেণি পেশার মানুষ। তাকে পাটকিয়াবাড়ী কবর স্থানে দাফন করা হয়েছে।
এমএ খালেক দীর্ঘদিন দুরাগ্যরোগ্য ব্যধিতে ভোগার পর শনিবার দিবাগত রাত ২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২পুত্র ও ৩ কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মৃগী শহীদ দিয়ানত কলেজ, ঘিকমলা স্কুল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি নিজ উদ্যোগে মুক্তিযোদ্ধা স্মৃতি কর্ণার নামে একটি ভবন নির্মাণ করেছেন। সেখানে বিনামূল্যে স্বাস্থ্য দেওয়া হয়ে থাকে।