“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স চত্বরে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে মেলার শুভ সূচনা করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন।
এ উপলক্ষে প্রশাসনের উদ্যোগে একটি বর্নাঢ্য র্যালী শেষে আলোচনা সভায় মিলিত হয়। গোয়ালন্দ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আশরাফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ ঘাট থানার তদন্ত কর্মকর্তা মনির হোসেন প্রমুখ। নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সকল প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে এবং মেলায় স্থানীয় উদ্ভাবন সমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলাটি শেষ হবে । এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।