সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

আতিয়ার মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গোয়ালন্দ প্রতিনিধি ॥
  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৮৩ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে বিকেল ৪ টায় আতিয়ার মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে গতমাসের ২ সেপ্টেম্বর ১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি শুরু হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাইজিং স্টার ক্লাব ২-১ গোলে ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের আহবায়ক মনোয়ার হোসেন মনা’র সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উজানচর ইউপি আওয়ামীলীগ সভাপতি মো. সামছু মন্ডল, উজানচর ৮ নং ওয়ার্ড সদস্য লিয়াকত হাসান লিপু, ৯ নং ওয়ার্ড সদস্য রাসেল আহমেদ, ৭ নং ওয়ার্ড সদস্য শমসের মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, পৌর ছাত্রলীগ সভাপতি রাতুল আহমেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমুখ।

ফাইনাল খেলায় সর্বোচ্চ ৬ গোল করে টুর্নামেন্টের সেরা গোলদাতার পুরস্কার পান রাইজিং স্টার দলের শরিফ । ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রানার আপ দলের জুয়েল, উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান রাইজিং স্টার ক্লাবের সুজাত। ফাইনাল খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও প্রধান কোচ আলমগীর হোসেন। সহযোগী পরিচালক ছিলেন রাহাত ও সোহাগ। অতিথিরা ফাইনালে চ্যাম্পিয়ন দলকে ১টি ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানার আপ দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com