পাংশা থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ ছয়জন গ্রেফতার হয়েছে।
পাংশা থানা সূত্র জানায়, পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় পরোয়ানাভূক্ত আসামী মো. সেলিম খাঁ, পিতা-হাশে আলী খাঁ, গ্রাম- রঘুনাথপুর (লস্কর পাড়া), থানা- পাংশা, জেলা রাজবাড়ীকে গ্রেফতার করেন।
তাকে আদালতে চালান করা হয়েছে।
অপরদিকে এসআই ( আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় নিয়মিত মামলার আসামী মিরাজ হোসেন(২৭), পিতা হারুন অর রশিদ, জাহানারা বেগম (৪০), স্বামী মো. হারুন অর রশিদ , উভয় গ্রাম-আশুরহাট, থানা-পাংশা, জেল -রাজবাড়ীদের গ্রেফতার করেন। একই দিন পরোয়ানাভূক্ত আসামী সবুজ খান, পিতা-মোঃ আবু বকর সিদ্দিক ওরফে বকু, গ্রাম-মাগুরাডাঙ্গী রেললাইনের দক্ষিন পাশে, কালাম ফকির (৫০), পিতা-মৃত হাতেম আলী ফকির , গ্রাম-বাহাদুরপুর শাকিল বিশ্বাস(১৯), পিতা-লালন বিশ্বাস, গ্রাম-বাগমারা, সর্ব থানা-পাংশা, জেলা-রাজবাড়ীগণদের গ্রেফতার করা হয়।