রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় এবং নুরাল পাগলের মরদেহের উপর তেল ছিটিয়ে পোড়ানোর দায়ে মো. নজরুল ইসলাম নজির (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নজরুল ইসলাম উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বর পাড়া এলাকার আকবর শেখের ছেলে। রবিবার ভোর রাতে তাকে ফরিদপুরের নগরকান্দা থেকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুর আড়াইটার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব।
তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে ও পর্যালোচনা করে দেখা গেছে নজরুল ইসলাম নুরাল পাগলের মরদেহে তেল ছিটাচ্ছে। ভিডিও ফুটেজের উপর ভিত্তি করে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে নুরাল পাগলের দরবারের ভক্ত রাসেলের পিতা আজাদ মোল্লার দায়ের করা মামলায় গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন, পোড়ানো মামলায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলামকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত ৮ জন আসামিকে গ্রেফতার করল পুলিশ।