জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন, কালুখালী এর আয়োজনে মঙ্গলবার কালুখালী উপজেলা পরিষদ হলরুমে বিজ্ঞান বিষয়ক কুইজ ও বিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন। এসময় কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে উপজেলা বিজ্ঞান ক্লাব গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. সজীব। উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।