মোক্তার হোসেন, পাংশা ॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে দলীয় কর্মসূচি গ্রহণ করেছে। রবিবার সকালে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভায় দিবসটি উদযাপনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৭ মার্চ সকাল সাড়ে ৮টায় পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওহাব মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সার্বিক দিক নির্দেশনায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে রবিবার বেলা ১১টায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)’র সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ওসমান গনী ও গোবিন্দ কুন্ডু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস (সাগর), সহপ্রচার সম্পাদক মোবায়দুল হক চুন্নু, পাংশা পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা পৌরসভার কাউন্সিলর মোতালেব হোসেন মোল্লা, বাদশা মন্ডল ও চাঁদ আলী সরদার, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সভাপতি ও কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন মন্ডল, কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়ার্দ্দার, পাট্টা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলী মন্ডল ও পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম সরদার (রেজা)সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।