রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর বাৎসরিক কার্যক্রমের অগ্রগতি এবং কর্মপরিকল্পনা বিষয়ক বার্ষিক সভা রবিবার এমএমএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় মুক্তি মহিলা সমিতির আলো প্রকল্পের কো-অর্ডিনেটর আঁখি খাতুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। সভার শুরুতে সভাপতির শুভেচ্ছা বক্তব্যে শেষে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন আলো প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি খাতুন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, দৌলতদিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান জামাল মোল্লা, দৌলতদিয়া ইউপি মহিলা সদস্য চম্পা বেগম, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, মুক্তি মহিলা সমিতির পরিচালনা পর্ষদ সভাপতি হাওয়া বেগম প্রমুখ।
শিশু ও নারীদের অধিকার আদায়ে সংস্থাটি কাজ করে আসছে।