রাজবাড়ীর পাংশা থানার পুলিশ সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ধুপিপাড়া গ্রামের ্আবু আহমেদের ছেলে আনোয়ার হোসেন ও রংপুর জেলার কাউনিয়া উপজেলার গোড়াই গ্রামের আবু কালামের ছেলে কামরুল হাসান।
পাংশা থানা সূত্র জানায়, ১০/১২ দিন আগে আনোয়ার হোসেন ও কামরুল পাংশার সুজানগর গ্রামে গিয়ে একটি মুরগী ৪৫০ টি ডিম দেয়, প্রতিটি সদস্য ১৬ টি করে মুরগী, সাথে ২টি মোরগ এবং ১ টি ঘর পাবেন। যার মূল্য ১২শ টাকা। ১ বছরের মধ্যে পরিশোধ করিতে হবে। স্থানীয় সাধারণ জনগন তাদের কথা বিশ্বাস করে নাম, ঠিকানা দেয়। ২২ জনের কাছ থেকে অগ্রিম পাঁচশ টাকা করে মোট এগারো হাজার টাকা নেয়। আসামিরা “মায়ের দোয়া মুরগী ফার্ম এন্ড হ্যাচারী” নামক একটি কার্ড দিয়ে যায়। তারা মুরগী নিয়ে না আসায় কয়েকদিন অতিবাহিত হওয়ার পর স্থানীয়রা আসামীদ্বয়ের দেয়া কার্ডের উল্লেখিত মোবাইল নম্বরে যোগযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পান। তারা তখন নিশ্চত হন আসামীদ্বয় প্রতারক।
গত বৃহস্পতিবার বিকেলে পাংশার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা এলাকায় দুইজন ব্যক্তি একই ধরনের প্রচারণা করতে থাকলে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরবর্তীতে পাংশা থানার আওতাধীন বাহাদুরপুর তদন্তকেন্দ্রের পুলিশকে খবর দিলে বাহাদুরপুর তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীদ্বয়কে হেফাজতে নেয়। আসামীদ্বয় মুরগী দেয়ার কথা বলে বাদীসহ স্থানীয় লোকজনের টাকা আত্মসাত করে প্রতারণা করেছে। এ ঘটনায় রত্ন বেগম বাদী হয়ে এজাহার দায়ের করেন।