রাজবাড়ীর পাংশায় ট্রাক চাপায় জয় শেখ (১৫) নামে এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৬ টায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের উপজেলার বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জয় শেখ উপজেলার কলিমহর ইউপির মাসলিয়া গ্রামের কালাম শেখ এর ছেলে। সে ভ্যানে করে টয়লেটের স্লাব বসানোর কাজ করতো।
বৃহস্পতিবার সকালে সহকর্মীদের সাথে কাজের উদ্দেশ্য ভ্যান যোগে কালুখালী যাওয়ার পথে উপজেলার বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া এলাকায় আসলে রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন এর সাব অফিসার বাকি বিল্লাহ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় জয় শেখ কে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ট্রাক চালকের চোখে ঘুম থাকায় এঘটনা ঘটেছে।