রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-খুলনা মহাসড়কের পৌর জামতলা, গোয়ালন্দ বাসস্ট্যান্ড হয়ে শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শেষ হয়ে পরে সকাল সাড়ে ৯ টায় গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের আয়োজনে গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় হতে আরেকটি আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা নানা ধরনের প্লকার্ড, ব্যানার, ফেস্টুন ও বাঙালির ঐতিহ্য লালনকারী মুখোশ বহন করে র্যালী বের করেন। র্যালীটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিম করে পুনরায় একই স্থানে শেষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব ও আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
“আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো,”-প্রতিপাদ্েয শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। আনন্দ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উজনচর ইউনিয়নের শিল্পীরা ঐতিহ্যবাহী পালকি বহন করে, পরিবেশন করেন চমৎকার পালকির গান। পাশাপাশি উপজেলার পিয়ার আলী মোড় এলাকা হতে ঘোড়ার গাড়ির বহরে নববধূ, প্রশাসনিক বাহিনী সাজ, নবাব, পেয়াদা বাহিনী, রাক্ষসের প্রতিকৃতি নিয়ে আনন্দ র্যালীতে অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আশাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মহিত, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমূখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।