রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সীমানান্তবর্তী দূর্গম চরাঞ্চল কুশাহাটা এলাকায় অগ্নিকান্ডে নিঃস্ব ইসলাম মোল্লার পরিবারের পাশে দাঁড়ালেন সুদূর আমেরিকা প্রবাসী (শিক্ষার্থী) মো. ফরহাদুল হক (ফরহাদ)। শনিবার দুপুরে ফরহাদুল হক ফরহাদের পক্ষ হতে অসহায় ইসলাম মোল্লাকে ঘর তৈরির কাজে ব্যবহৃত এক বান্ডিল ঢেউটিন দিয়ে সহযোগিতা করা হয়।
ফরহাদুল হক রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর ধোপাখালি এলাকার মৃত রমজান মোল্লার ছেলে। তিনি ও তার সহধর্মিণী ২০২৫ সালের জানুয়ারি মাসে পড়াশোনার জন্য আমেরিকা গিয়েছেন। মুঠোফোনে তিনি জানান, কয়েকটি পত্রিকায় ও অনলাইনে ইসলাম মোল্লার বাড়িতে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে এরকম সংবাদ দেখে আমার খুবই খারাপ লেগেছে এজন্য একটু সহযোগিতার হাত বাড়িয়েছি। সবারই উচিৎ এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অবস্থিত দূর্গম কুশাহাটার চরে ইসলাম মোল্লার ৩টি ঘর, ১২টি গরু, ১১ মণ ধান, রসুন, ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।