‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টায় দৌলতদিয়া ৬ নং ফেরিঘাটে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটি গোয়ালন্দের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ এর আলোচনা সভা ও নৌ-র্যালী আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী স্থানীয় সরকারের উপ-পরিচালক মাজহারুল ইসলাম।
পদ্মায় বর্ণাঢ্য নৌ-র্যালিতে অংশ নেন জেলা প্রশাসক, জেলা অতিরিক্ত পুলিশ সুপার, জেলা মৎস্য অফিসার, নৌ-পুলিশ, কোস্টগার্ড, উপজেলা প্রশাসন ও জেলে সম্প্রাদায়সহ সর্বস্তরের প্রতিনিধিগণ।
নৌ-র্যালীর আগে দৌলতদিয়া ৬ নং ফেরি ঘাটে জাটকা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে গোয়ালন্দের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সহকারি পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা মৎস কর্মকর্তা মো. নাজমুল হুদা, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শফিকুল ইসলাম প্রমুখ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ মৎস্যজীবীদের সচেতনতায় বক্তব্য রাখেন দৌলতদিয়া মৎস্য আড়ৎদার কমিটির সভাপতি মোহন মন্ডল, মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. আসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মো. অছেল বেপারী।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী স্থানীয় সরকারের উপ-পরিচালক মাজহারুল ইসলাম বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ মাছ সংরক্ষণ করা আমাদের সবারই দায়িত্ব। রূপালী মাছ হিসাবে ইলিশ বিশ্বে পরিচিত একটি মাছ। যা আমাদের দেশের জাতীয় মাছ। ইলিশ শুধু একটি মাছ নয়, এটি আমাদের জাতীয় সম্পদ। তিনি আরও বলেন, স্যামন মাছের জন্য ইউরোপের অনেক দেশ পরিচিত তেমনি ইলিশ মাছের জন্য বাংলাদেশ বিশ্বে পরিচিত। এজন্য ইলিশ প্রজননের সময় অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে। আইন অমান্য করে যাতে করে কেউ ইলিশ প্রজননের সময় নদীতে না নামে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি আরও বলেন, ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ “জাটকা” নামে পরিচিত। এই সাইজের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় অপরাধ।