রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। কাঁচাবাজারে ন্যায্যমূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রয় হচ্ছে কি না তা মনিটরিং করা হয়। ফল ও মুদিবাজারে ফলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের পার্থক্য যাচাই করা হয়। সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শনের এবং পবিত্র মাহে রমজানে ন্যায্যমূল্যে দ্রব্যাদি বিক্রয়ের পরামর্শ প্রদান করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। কার্যক্রম পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা করেন।