রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার মহতি উদ্যোগ গ্রহণ করেছেন। গত শনিবার তিনি রাজবাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিশুদের মাঝে উন্নতমানের খেজুর বিতরণ করেছেন।
রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, বিনোদপুর জামে মসজিদ লিল্লাহ বোর্ডিং, নতুনপাড়া জয়েনউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা, ১নং বেড়াডাঙ্গা তালতলা মাদ্রাসা, মার্কাজ মসজিদের নিকটস্থ এতিমখানা, বিনোদপুর দারুল উলুম ভাজনচালা মাদ্রাসা ও সরকারি শিশু পরিবার, রাজবাড়ী-এর শিশু-কিশোর শিক্ষার্থীদের মাঝে খেজুর বিতরণ করা হয়। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. ইমরুল হাসান, রাজবাড়ী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ প্রমুখ।