নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে মঙ্গলবার রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানান, বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখা, রাজবাড়ী সার্কেল এবং রাজবাড়ী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল, রাজবাড়ী সরকারি কলেজ শাখা মানববন্ধনে অংশ নেয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, ডা. আবুল হোসেন কলেজ ছাত্রদল, পাংশায় ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি কুমকুম নজরুল, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার প্রিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারজানা আক্তার ডেইজি, যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, সাংগঠনিক সম্পাদক রাজিয়া আক্তার।
অপরদিকে ছাত্রদলের মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, রাজবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর খান রনি, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, সিনিয়র সহসভাপতি সুজন আলী, সহ-সভাপতি সামিরা রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক তারেক রহমান। বক্তারা বলেন, দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা জনসমক্ষে পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করা হলে এমন অপরাধ কমে আসবে। রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
পাংশায় মানববন্ধন
পাংশা প্রতিনিধি জানান, সারাদেশে নারীর শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি, মাগুরায় আছিয়া ধর্ষণকান্ডের প্রতিবাদে ধর্ষকের ফাঁসির প্রতিবাদে ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখা। সোমবার সকাল ১১ টায় পাংশা উপজেলা পরিষদ সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আরাফাত হোসাইন ও সহ-সভাপতি মুহাম্মদ আবু মুসা। এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান মাহমুল, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ নাহিদ শেখ, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ সুজন খানসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা অনতিবিলম্বে সারাদেশে নারীর শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি, মাগুরায় আছিয়া ধর্ষণকান্ডে জড়িত ধর্ষকের ফাঁসি কার্যকরের দাবী জানান।
কালুখালীতে সমাবেশ
কালুখালী সংবাদদাতা জানান. আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কালুখালী সরকারী কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালুখালী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খাঁন, কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি আসিফ মন্ডল, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মান্নান শেখ প্রমূখ বক্তব্য রাখেন। তারা বলেন, কালুখালীসহ সারাদেশের ধর্ষন ও নারী নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে।