জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা এবং জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির জরুরী সভা রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভাসমূহে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. ইমরুল হাসান প্রমুখ।