রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিসি ক্যামেরা চুরির অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের হানিফ ফকির এর ছেলে মোস্তফা ফকির(২৫) ও নওশের আলী ফকিরের ছেলে সাখাওয়াত ফকির (৫০)। একই গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রহিম মিয়ার স্ত্রী লতাশা বেগম বাদী হয়ে রাজবাড়ী আদালতে ২৫/১১/২০২৪ ইং তারিখে তার নিজ বাড়ি থেকে ১৩ টি সিসি ক্যামেরা চুরির অভিযোগে মামলা করেন। মামলার পরে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে বালিয়াকান্দি থানার এ এস আই মোকবুল হোসেন তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।
এ এস আই মোকবুল হোসেন জানান, আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদেরকে নবাবপুর ইউনিয়নের বড়ইচারা বাজার থেকে গ্রেফতার করা হয়।