রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপি যথাযথ সম্মান ও মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা বিএনপি শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন, প্রভাত ফেরি, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করে।
ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান। এসময় কালুখালী উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি তৈয়বুর রহমান খান, ওবায়দুল কবির কুন্নু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা,শাহজালাল মিয়া, মৃগী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রব দুলাল, মদাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হালিম সরদার, রতনদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন মিঞা, সাধারন সম্পাদক মেহেদী আল মনসুর, সাংগঠনিক সম্পাদক আমীর হুসাইন সাইফুল, প্রচার সম্পাদক রেজাউল করিম মিঠু, উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান,সাধারন সম্পাদক আহাদুজ্জামান সূর্য,কালুখালী সরকারী কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মো. আসিফ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
সকালে দলীয় কার্যালয়ে অর্ধনমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করে। সভা শেষে ভাষা শহীদদের জন্য দোয়া প্রার্থনা করেন। রতনদিয়া ইউনিয়ন বিএনপি, মদাপুর ইউনিয়ন বিএনপি ও কালুখালী উপজেলা ছাত্রদল শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।