রাজবাড়ীর গোয়ালন্দে ছোট ভাই-বোনদের উপর অভিমান করে এক তরুণী আত্মহত্যা করেছে। তার নাম মিথিলা আক্তার (১৭)। সে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের জলিল ফকিরের মেয়ে। শুক্রবার দিনগত রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে জলিল ফকির তার মেয়ে মিথিলাকে বাড়িতে রেখে বাইরে যান। এ সময় বাড়িতে মিথিলার সাথে তার ছোট ভাই-বোনদের মনোমালিন্য হয়। এ সময় মিথিলা ভাই-বোনদের সাথে অভিমান করে ঘরে থাকা ইদুর মারার বিষ খেয়ে ফেলে। এক পর্যায়ে সে ছটফট করতে থাকলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তার অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে মিথিলা মারা যায়। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।