রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। গত শনিবার এ অভিযান পরিচালিত হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহমান জানান, কালুখালী বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের হেলাল মন্ডলের রান্না ঘরের মাচার নিচে একটি আগ্নেয়াস্ত্র আছে, গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। তবে এঘটনায় কেউ গ্রেফতার হয়নি। এব্যাপারে কালুখালী থানায় একটি মামলা হয়েছে।