রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজমা বেগমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার ইউনুছ শেখের স্ত্রী। মঙ্গলবার দিনগত রাতে নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। গত বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগষ্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা চালায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এই ঘটনায় গত ১০ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য মো. শাহজাহানের ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের ৫৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো জ্জ শ জনের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামী হিসেবে নাজমা বেগমকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত নাজমা বেগমকে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।