তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় আন্তঃ উপজেলা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে রাজবাড়ী সদর উপজেলা গোয়ালন্দ উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় রাজবাড়ী সদর, পংশা উপজেলাকে পরাজিত করে ফাইনাল খেলায় উন্নীত হয়। দিনের অপর খেলায় কালুখালী উপজেলা বালিয়াকান্দি উপজেলাকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। পরবর্তীতে গোয়ালন্দ উপজেলা ৩৩ রানের ব্যবধানে কালুখালী উপজেলাকে পরাজিত করে ফাইনাল খেলায় উন্নীত হয়। দিনের দ্বিতীয় সেশন মধ্যহ্ন বিরতির পরে রাজবাড়ী সদর বনাম গোয়ালন্দ উপজেলা ফাইনালে মুখোমুখি হয়। ফাইনালে রাজবাড়ী সদর টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ১০ ওভার শেষে রাজবাড়ী সদর ৪ উইকেটের বিনিময়ে ১২৪ রান করতে সক্ষম হয়। ১২৫ রানের জবাবে গোয়ালন্দ উপজেলা ব্যাটিং করতে নেমে সব কয়েকটি উইকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয়। ফলে রাজবাড়ী সদর উপজেলা ২৭ রানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।
গোয়ালন্দ উপজেলা দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার ক্রীড়া সংগঠক ও দলের কোচ মো. সাজ্জাদ হোসেন, ক্রীড়া সংগঠক মোহাম্মদ রাশেদুজ্জামান, সহকারি কোচ মো. বিপ্লব মন্ডল।