রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজার ও পুরাতন হাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা কার্যালয়ের গঠিত ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটি। গত মঙ্গলবার বেলা ১১টা থেকে সোয়া দুইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বসন্তপুর স্টেশন বাজারের মেসার্স বিশ্বাস ফার্মেসীকে পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আনান ফার্মেসীকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। দুই প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় বাজারের ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট এবং প্রচারপত্র বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। অভিযানে অংশ নেন সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন, জেলা পর্যায়ে গঠিত বিশেষ টার্স্কফোর্স কমিটির সদস্য, পুলিশ লাইন্সের এ এস আই মোঃ মিজানুর রহমান।
সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, বাজারে ন্যায্যমূল্য এবং পণ্যের সঠিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ উদ্যোগ অব্যাহত থাকবে।