১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি মানিকগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র আয়োজনে দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালার অংশ হিসেবে ২য় পর্বে ঢাকা বিভাগীয় নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। নাট্যোৎসবে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর ও গাজীপুর জেলার নাটক মঞ্চস্থ হবে। প্রতিদিন ২টি জেলার নাটক পরিবেশিত হবে।
তারই অংশ হিসেবে গত ১৬ ফেব্রুয়ারি রাজবাড়ী শিল্পকলা একাডেমির প্রযোজনা ধুলোমাটির চিৎকার নাটকের ২য় প্রদর্শনী মঞ্চস্থ হয়। উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কালচারাল অফিসার মামুন বিন সালেহ্, ফরিদপুর জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন, মানিকগঞ্জ জেলা কালচারাল অফিসার মোখলেছা হিলালী, হেড অব প্রোগ্রাম মিডিয়া বাংলাদেশ লিমিটেডের শফিক ইসলাম এছাড়া মানিকগঞ্জ জেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
ধুলোমাটির চিৎকার নাটকটির প্রথম প্রদর্শনী হয় ৯ ফেব্রুয়ারি রাজবাড়ী শিল্পকলা একাডেমি মিলনায়তনে। নাটকটি রচনা করেন লুব্ধক অনার্য। নির্দেশনায় অনিক কুমার, নির্দেশনা সহযোগি ছিলেন নিতাই কর্মকার।
জুলাই অভ্যুত্থান’২৪-এ অসংখ্য তরুণের আত্মদান পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের উপর এক ভয়াবহ মনঃস্তাত্তিক চাপ তৈরি করেছে বলে প্রতীয়মান হয়। এই চাপ নিরসন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের উপস্থাপনের মধ্য দিয়ে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টির অভিপ্রায়ে দেশের সকল জেলায় প্রযোজনা কেন্দ্রিক নাট্যকর্মশালা ও শহীদ মুনীর চৌধুরীকে স্মরণ করে প্রথম বারের মতো মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসব-২০২৫ আয়োজন করেছে। তারুণ্যের উৎসবে তরুণদের জন্য আন্তর্জাতিক ভাষা দিবসের মাসে অন্যান্য আয়োজনের পাশাপাশি এই জাতীয় নাট্যোৎসব তরুণদের ভাবনায় ও কাজে কিছুটা গতিময়তা ও স্বতঃস্ফূর্ততা আনতে সক্ষম হবে।
নাটকের প্রযোজনা অধিকার্তা ছিলেন রাজবাড়ী জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, সমন্বয়কারী সাগর, অভিনয়ে ছিলেন অনুপ, আল মামুন, রুমা পারভীন, রেজওয়ান, শামীম, সজীব, আসিফ, মনিকা, হ্যাপি, খেয়া, তায়েবা, স্বাধীন, ফয়সাল, রাসেল, হাবিব ও রাফিদ। মিউজিক টিমে পলাশ, রেজওয়ান, মনিকা, হাবিব, খেয়া, আসিফ ও অনুপ। মেক-আপ সঞ্জীব ভৌমিক, প্রপসে রং মিস্ত্রি- রাফিদ, ফায়সাল আলোক পরিকল্পনা অনিক।