রাজবাড়ীর গোয়ালন্দে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ও দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমকে আলটিমেটাম দিয়েছে আলেম-ওলামারা। তার বিরুদ্ধে উগ্রবাদী বক্তব্য প্রদান, প্রতিবন্ধী ছেলের মৃত্যুর পর বাড়ির আঙিনায় মাজার তৈরি করে গান বাজনাসহ শিরক ও বিদাতি কার্যক্রমসহ নানাবিধ অভিযোগ রয়েছে।
গত রবিবার দৌলতদিয়া ইউনিয়নের ওয়াহেদ শেখের পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে আলোচনা ও প্রতিবাদ সভার মাধ্যমে এ সকল কর্মকান্ড বন্ধের দাবিতে এ আল্টিমেটাম দেয়া হয়। স্থানীয় আলেম ও গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির নেতৃবৃন্দ তৌহিদী জনতার ব্যানারে এ আলোচনা ও প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌরসভা ইমাম কমিটির সভাপতি মুফতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাইদ, প্রচার সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি কোরবান আলী, দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মাওলানা তারেক বিল্লাহ, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন, মাওলানা আমিনুল ইসলাম প্রমূখ।
গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি মুফতি শামসুল হুদা বলেন, আমরা রহিম বিডিআরকে তাওবা করে হক পথে আসার আহ্বান জানাচ্ছি। তিনি যদি নিজ বাড়িতে গান-বাজনার পরিবর্তে ধর্মীয় মাহফিলের আয়োজন করে তবে আমরা উপস্থিত থেকে তাকে সকল ধরনের সহযোগিতা করব।