রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন মোছা. শামিমা পারভীন, পুলিশ সুপার, রাজবাড়ী।
মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপারের কাছে পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন । পুলিশ সুপার তাদের দাবি-দাওয়া এবং সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দাবি-দাওয়া পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করে।
সভায় বিভিন্ন ক্যাটাগরিতে দক্ষতার জন্য নগদ অর্থ পুরষ্কৃত করেন পুলিশ সুপার। এছাড়াও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিরসণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।
মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ রাজবাড়ীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।