খেয়া সাংস্কৃতিক সংস্থা ফরিদপুর এর দুই যুগ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী লোকনাট্য উৎসব ও সম্মাননা প্রদান করা হয়। ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী আজিজুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন নাট্য নির্মাতা ও নাট্যকার জিনাত হাকিম। এছাড়াও রাজবাড়ী এবং ফরিদপুরের মঞ্চশিল্পী, কবি, লেখক ও সংগীত শিল্পীদের উপস্থিতি ছিল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাট্যব্যক্তিত্ব ম. নিজাম ।
দুই দিনব্যাপী অনুষ্ঠানমালায় উদ্বোধনী আয়োজনে ছিল লোক নাটকের গান হাজী আবুল হোসেন কলেজ থিয়েটার, মমিনখাঁর হাট। লোক নাটক-এসএ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজ। আবৃত্তি- ফরিদপুর আবৃত্তি সংসদ।
আয়োজনের সমাপনী অনুষ্ঠানের ছিল নাট্যজন সম্মাননা ও নাটকের গান- খেয়া সাংস্কৃতিক সংস্থা। বইয়ের মোড়ক উন্মোচন। নাটকের গান মুক্ত আনন্দ, রাজবাড়ী, শিশুতোষ নাটক রাখালিয়া-নাট্যনন্দন, রাজবাড়ী। সমাপনী আয়োজন। লোক নাটকের গান, লোক নাট্য উৎসব, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লোক নাটকের নাট্যকার ও অভিনেতাদের সম্মাননা প্রদান।
লোক নাটকে সম্মাননা পেয়েছেন- অজয় দাস তালুকদার রচিত লোক নাটক – ঐতিহ্যের লোক গাঁথা, চন্দ্রগ্রহণ। সালাহউদ্দীন সুমন অভিনীত লোক নাটক- বেদের বহর, সোজন বাদিয়ার ঘাট, নদের চাঁদ, মন্ত্র, বাইচ, মাটি, কাজল রেখা। হাসান আল ইমরান অভিনীত লোক নাটক-বেদের বহর, সূতোয় বাঁধা,পুতুলের বিয়ে,বাইচ, সোনার গাঁয়ের ঈশাখাঁ। নিরব ইমতিয়াজ শান্ত অভিনীত লোক নাটক-নকশী কাঁথার মাঠ, কালো কন্যার উপাখ্যান।
রাজবাড়ীর অতিথিবৃন্দ হচ্ছেন মো. আজিজুল হক, প্রাক্তন অধ্যক্ষ টিএসসি, দোলনচাঁপা সংগীতঙ্গানের সাধারণ সম্পাদক সঙ্গীত শিল্পী শ্যামা রানী দে, কবি পারভিন হক, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাহিত্য সম্পাদক কবি ইউসুফ বাশার আকাশ প্রমূখ।