রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা নিউজ ২৪ ও বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ। শনিবার রাত ৯টার দিকে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার এটিএম রফিক উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে কাজী আব্দুল কুদ্দুস বাবু ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আবু মুসা বিশ্বাস পান ৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ ৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ হোসেন পান ৬ ভোট।
কমিটির অন্যরা হলেন সহ সভাপতি খোন্দকার আব্দুল মতিন, এম মনিরুজ্জামান, কামরুন্নাহার, সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মো. সাজিদ হোসেন, অর্থ সম্পাদক মো. মতিউর রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা সম্পাদিকা মিসেস হাফিজা খাতুন, কার্যনির্বাহী সদস্য অ্যডভোকেট খান মো. জহুরুল হক, এটিএম রফিক উদ্দিন, আবু মুসা বিশ্বাস, মোশারফ হোসেন, এম দেলোয়ার হোসেন, রিমন রহমান, নূরে আলম সিদ্দিকী হক।