রাজবাড়ীর গোয়ালন্দে চোরাই মনিটর, মাউস ও কিবোর্ডসহ ইফাত মোল্লা (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলার আহলাদিপুর এলাকার মৃত মোসলেম মোল্লার ছেলে। থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্স রাজবাড়ী সদর উপজেলার পান্না চত্বর সংলগ্ন পৌর নিউ মার্কেটের ‘মাস্টার কম্পিউটার’ দোকানের সামনে থেকে পালানোর সময় ইফাত মোল্লাকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে একটি নিয়মিত মামলার অন্তর্ভুক্ত চোরাই মনিটর, মাউস ও কিবোর্ড উদ্ধার করা হয়। এরপর গ্রেফতারকৃত ইফাত মোল্লার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে দুপুরেই তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোয়ালন্দঘাট থানা পুলিশ চুরি ও অন্যান্য অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।