রাজবাজীর গোয়ালন্দ উপজেলার লোটাস কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। ৬ দিন ব্যাপী এ অনুষ্ঠান ১৮ জানুয়ারি সকাল সাড়ে ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও ক্রীড়া শপথ বাক্য পাঠের মাধ্যমে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়। ৩ দিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী দিন মাধ্যমিক শাখা ও পরের দুদিন প্রাথমিক শাখা শিক্ষার্থীদের চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ মাসের শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসময় লোটাস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মামুনুর রশীদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোটাস কলেজিয়েট স্কুলের পরিচালক মো. গোলাপ আলী শেখ, মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা হেলাল প্রমুখসহ প্রাথমিক ও মাধ্যমিক শাখার অন্যান্য শিক্ষক মন্ডলী ও অভিভাবক বৃন্দ।
লোটাস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মামুনুর রশীদ জানান, প্রতি বছরের ন্যায় এবারও ক্রীড়া প্রতিযোগিতা ভালোভাবে শেষ করা হয়েছে। আগামী ৩০-৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানের প্রাথমিক শাখায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।