রাজবাড়ীতে বাংলাদেশ এমপ্লয়িজ লীগ (বিআরইএল) এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সেকেন পাট্টাদারকে সভাপতি ও আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। জেলা সভাপতি সেকেন পাট্টাদারের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যড. নুরুল ইসলাম, এমপ্লয়িজ লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মো. সেলিম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান। সম্মেলন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
বক্তারা বলেন, রাজবাড়ী রেলের শহর। রেলের শহর হিসেবে রাজবাড়ী পরিচিতি পেয়েছে। এই রেলের শহরকে আরও সমৃদ্ধি করার জন্য রেলকে উন্নত করতে হবে। রাজবাড়ীতে যে রেলের কারখানা হওয়ার কথা ছিল সেটি স্থগিত হয়ে আছে। আমরা চাই কারখানাটি দ্রুত চালু করা হোক। রেলকে দেশের প্রধান গণপরিবহন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। রাজবাড়ী থেকে ঢাকার সাথে যোগাযোগ বৃদ্ধির জন্য কমিউটার ট্রেন চালু করতে হবে।