আলী হোসেন পনি স্মৃতি সংসদের উদ্যোগে এক অসহায় ব্যক্তিকে ব্যাটারি চালিত রিকশা প্রদান করা হয়েছে। রোববার রাজবাড়ী শহরে সংগঠনের সদস্যরা আনুষ্ঠানিকভাবে এই রিকশা তুলে দেন। বিকেল ৫ টায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রিকশাটি হস্তান্তর করা হয়। প্রদান করেন আলী হোসেন পনি স্মৃতি সংসদের সভাপতি এবং এটিএন বাংলার জেলা প্রতিনিধি লিটন চক্রবর্তী, প্রয়াত আলী হোসেন পনির সহধর্মিণী এবং টাউন মক্তব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সদস্যদের সাথে উপস্থিত ছিলেন জেলার অন্যতম শিক্ষাবিদ এবং সমাজ কর্মী আজিজা খানম, রাজবাড়ী কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল নূরুল হক আলম, নৃত্য শিল্পী এবং নৃত্য শিক্ষক আব্দুস সাত্তার কালু ও নতুনের শান্তি নিবাসের প্রতিষ্ঠাতা এবং বেস্ট প্লাস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল ইসলাম।
আলী হোসেন পনি স্মৃতি সংসদ রাজবাড়ীতে বৃক্ষ রোপণ, গুনীজন সম্বর্ধনা, শিশুদের মানসিক বিকাশে নানা ধরণের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, দুস্থ ছাত্র ছাত্রীদেরকে বৃত্তি প্রদান সহ নিয়মিত নানা ধরনের জনহিতকর কাজ করে যাচ্ছে। এ সমস্ত কার্যক্রম পরিচালিত হয় বাইরের কোন সাহায্য ছাড়া সদস্যদের নিজস্ব অর্থায়নে- এটাই সংগঠনের মূল বৈশিষ্ট্য।