রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্য বিরতিহীনভাবে চলে ভোট। এ বছর নির্বাচনে দুটি প্যানেল থেকে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি প্যানেলই সভাপতিসহ সম্পাদক ও সদস্যদের পদে প্রার্থী দিয়েছে। মোট ১৭টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা ১৬৭ জন। যারা এই নির্বাচনে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন। জুয়েল-সুকুমার ও হাসান-লিটন পরিষদ থেকে প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে পরিবহন মালিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
নির্বাচনে সভাপতি পদে মো. জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে সুকুমার রায় নির্বাচিত হন।