রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে পৈতৃক সূত্রে পাওয়া তিনটি দোকানঘর জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকান মালিক ফারুক হোসেন আদালতে মামলা করেছেন। অভিযুক্ত আশিক আহমেদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।
বাদী ফারুক হোসেন জানান, তার পিতামহ ওয়াহেদ শেখ বালিয়াকান্দি বাজারের ৪৭ নং মৌজায় ১১ শতাংশ জমির মালিক ছিলেন। তিনি তার ছয় ছেলের মধ্যে এই জমি ভাগ করে দেন। তিন ছেলে দোকান পরিচালনার জন্য রাস্তার পাশের জমি পান। যেখানে বর্তমানে আরোগ্য ফার্মেসী, সুজন সুইট, এবং শুভ মিস্টান্ন ভান্ডার নামের দোকান রয়েছে। গত ১৭ ডিসেম্বর আশিক আহমেদ লোকজন নিয়ে এসে দোকান ঘর দখলের চেষ্টা করেন।
অভিযুক্ত আশিক আহমেদ বলেন, আমি তাদের তিন চাচার কাছ থেকে জমি কিনেছি। কিন্তু তারা আমাকে জমি দখল করতে দিচ্ছে না। মামলা করে আমাকে আটকে রেখেছে।