অসহায়, দরিদ্র, ছিন্নমূল মানুষের শীত নিবারণে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন। এবার মাদ্রাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিজে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন। এসময় তাদের ফল উপহার দেওয়া হয়।
জানা গেছে, রাজবাড়ীর বেড়াডাঙ্গা তাহসিনুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা, রাজবাড়ী দারুল উলুম সিদ্দিকিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের মঝে এবং সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, রাজবাড়ীর দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল ও ফল বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল, রাজবাড়ী সদরউপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকসহ জেলা প্রশাসন রাজবাড়ীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।