রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সকাল ১০ টায় কিন্ডারগার্টেনটির হল রুমে অভিভাবক সমাবেশের মাধ্যমে ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণ করা হয়। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেনীর মেধা তালিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পুরষ্কৃত করা হয়। প্রতিষ্ঠানটির প্রধান আব্দুল জব্বার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, কোমলমতি শিশুদের সাথে আপনারা কেউ খারাপ আচরন করবেন না। বাসায় তাদের খেলার ছলে পড়াতে হবে, ব্রেনে চাপ পড়ে এমন কোন কাজ চাপিয়ে দেওয়া যাবে না। তিনি আরো বলেন আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা শিশুদের পাঠদান করিয়ে আসছে। তাদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তাই আপনারা আপনাদের শিশুদের আমাদের প্রতিষ্ঠানে দিয়ে চিন্তামুক্ত থাকতে পারবেন বাসায়।