থার্টি ফাস্ট নাইটে গান-বাজনা ও আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। সোমবার রাজবাড়ী জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জারী করেছেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ১০ ডিসেম্বর ২০২৪ তারিখের স্মারকের প্রেক্ষিতে থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা ৬টার পর সমগ্র রাজবাড়ী জেলায় উন্মুক্ত স্থানে যে কোনো ধরনের গান-বাজনার অনুষ্ঠান আয়োজন করা এবং পটকা, আতশবাজিসহ আগুন দ্বারা পরিচালিত ফানুস উড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।