রাজবাড়ীতে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান, উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিল ও পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েশন রাজবাড়ী সরকারি কলেজ ইউনিটের আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাডার এসোসিয়েশনের সভাপতি খোন্দকার মোস্তাফিজুর রহমান। বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন, উপাধ্যক্ষ প্রফেসর ফকির মো.নুরুজ্জামান মিয়া, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তফা কামাল, ক্যাডার এসোসিয়েশনের কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আজাদ মন্ডল। উপস্থিত ছিলেন মোক্তার হোসেন ভূইয়া, মেহেদী আবু হুসাইন, অদ্বৈত কুমার দাস, আব্দুল লতিফ খান, শামীমা সুলতানা, শ্রাবন্তী সিংহ, কে এম আজাদুর রহমান, মো. কুতুবউদ্দিন প্রমুখ ।
বক্তারা বলেন, শিক্ষা ক্যাডার বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাডার। আজ আমরা অস্তিত্বের সংকটে এসে দাঁড়িয়েছি আমরা। দীর্ঘদিন যাবত শিক্ষা ক্যাডার সরকারের কাছ থেকে বিভিন্ন ধরণের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তাদের সময় মত প্রমোশন হয় না। শিক্ষা ক্যাডাররা দ্বিতীয় ও প্রথম গ্রেড পায়না। এখন আবার সংস্কার কমিশন পরিকল্পনা করছেন স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারকে ক্যাডার থেকে বাদ দেওয়া হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শিক্ষাখাতে একটা বড় ধরণের ধ্বস নামবে। আমরা চাই শিক্ষা ক্যাডারকে শিক্ষা ক্যাডার হিসেবেই সনাক্ত করা এবং স্বীকৃতি দেওয়া হোক। যাতে এই ক্যাডারে অধিক পরিমানে মেধা আসে ও অধিক পরিমানে মেধা তৈরি হয়।