বাংলাদেশ পুলিশে কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি পাওয়ায় হারুন অর রশিদকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিধান করান রাজবাড়ী পুলিশ সুপার শামিমা পারভীন। রাজবাড়ীর পুলিশ সুপারে কার্যালয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য হারুন অর রশিদকে এসময় স্বাগতম ও অভিনন্দন জানান পুলিশ সুপার। তিনি তাকে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।