সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উপদেষ্টা ফারহানা জাহান মিনি। সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিনথীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক কে এম তাহসিন মুগ্ধ।
“সেনোলী সমাজ গড়ব মোরা, এটাই মোদের প্রত্যয়, সকল বাধা রুখবো মোরা, আমরা করবো জয়” এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৭ নির্বাচন ও ফলাফল ঘোষনা করা হয়েছে। হুমাইয়া আক্তার রিনথি সভাপতি ও কে এম তাহসিন মুগ্ধ সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়।