রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চরদক্ষিণবাড়ি গ্রামের কেন্দ্রীয় গোরস্থান কমিটি নির্বাচন হয়েছে ভোটের মাধ্যমে। ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত চরদক্ষিণবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মো. খলিল মন্ডল সভাপতিত্বে এবং মীর মোশারফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজালাল মোল্লার সার্বিক তত্ত্বাবধায়নে এ নির্বাচনে মোট ২০৩ জন ভোটারের মধ্যে ১২৪ জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোট দেন। নির্বাচনে সভাপতি পদে মো. মজিবর রহমান মুন্সী ৯২ ভোট ও সাধারণ সম্পাদক পদে মো. আবু বক্কর মোল্লা ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম সভাপতি প্রার্থী রফিকুল ইসলাম চাঁদ ৩২ এবং সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন মোল্লা ৪৩ ভোট পেয়েছেন।