রাজবাড়ী লক্ষ্ীকোল হরিসভা মন্দির পরিচালনার ঘোষিত কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। গত শুক্রবার রাতে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
এসময় জয়দেব কর্মকার, বেনু দত্ত, অশোক কুমার সরকার, কৃষ্ণ কুমার সরকার, সুমন দাস, অমিত প্রামানিক পাপন, বানী সহ মন্দির কমিটির লোকজন উপস্থিত ছিলেন।
গত ২৩ ডিসেম্বর হরিসভা মন্দিরে ৩বছর মেয়াদি কমিটির সভাপতি জয়দেব কর্মকার, সাধারণ সম্পাদক বেনু দত্তকে করা হয়। দিলীপ কর্মকারের সভাপতিত্বে রাহুল বিশ্বাস (শ্রীকান্ত) এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্যামল পোদ্দার, গৌরাঙ্গ সাহা।