সারাদেশে ১ ডিসেম্বর থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বেরুলি বাজারের নবাবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে কার্ড বিতরণ কালে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান মো বাদশা আলমগীর, বাংলাদেশে নির্বাচন কমিশনের স্মার্ট বিতরণ কার্যক্রমের টিম ইনচার্জ সোহাগ, ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য পলাশ চন্দ্র কর, সদস্য আসমা বেগম, সাফিয়া বেগম প্রমুখ।