রাজবাড়ীর কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল সেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে জিওসি অবহিত করেন, প্রতি বছরের ন্যায় এ বছরও মেডিকেল ক্যাম্পেইনসহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যগণ। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মেডিকেল ক্যাম্পেইনে মেডিসিন, চক্ষু, কান, গলা, সার্জারীসহ বিভিন্ন রোগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা কার্য প্রদান করেন।
এছাড়াও জিওসি জানান, শীতার্ত অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে। জনসেবা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনীর এই উদ্যোগ দরিদ্র মানুষের চিকিৎসা সেবা এবং মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।